
গ্রিসে দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে দূতাবাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। স্থানীয় দূতাবাস আয়োজন করেছিল অনলাইন ভার্চুয়াল জুম মিটিং।
রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে দূতালয় প্রধান সুজন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে পর্যায়ক্রমে- প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রবাসীকল্যাণ মন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর বিশ্বজিৎ রায়, কাউন্সিলর খালেদ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরও যুক্ত হন- বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজি আব্দুল কুদ্দুস , সহ-সভাপতি আহসান উল্লাহ হাসান বাংলাদেশ আওয়ামী লীগের গ্রীস শাখার ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, নান্নু খালাসী, রফিক হাওলাদার, মোখলেসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে যুক্ত ছিলেন বাংলাদেশ যুবলীগ গ্রিস শাখার যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিন খান প্রমুখ।