বর্তমানে আমরা অধিকাংশ লোক স্মার্ট ফোন ব্যবহার করে থাকি।স্মার্টফোনে একটি কমন সমস্যা হচ্ছে যে ব্যাটারি যতই ক্ষমতা সম্পন্ন হোক না কেন চার্জ খুবই কম সময় টিকে।তাই আমাদের ফোন টি বার বার চার্জ করা লাগে।এর প্রধান কারণ হচ্ছে আমাদের স্মার্টফোনগুলো এখন অনেক ক্ষমতা সম্পন্ন।এবং ডিসপ্লে গুলো অনেক বড় তাই এর চার্জ দ্রুত শেষ করে ফেলে।অনেক কারণে মোবাইল ফোনে চার্জ হতে অনেক সময় লেগে থাকে ।যা সত্যিই খুব বিরক্ত এর কারণ হয়ে দাঁড়ায়।আমরা জানব যে সকল কারণে মোবাইল ফোনে চার্জ হতে অনেক সময় লাগে তার কারণ গুলো।
চার্জার সমস্যার কারণে মোবাইল ফোনে চার্জ হতে অনেক সময় লেগে থাকে।মোবাইল ফোনের সাথে দেওয়া অর্জিনাল চার্জার ছাড়া অন্য কোন চার্জার দিয়ে চার্জ দিলে সমস্যা হতে পারে।কারণ মোবাইল ফোনের সাথে যে চার্জার গুলো দেয়া থাকে সেগুলো একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে।যার ফলে সঠিক সময়ে চার্জ হয়ে যায়।কিন্তু যখন চার্জার হেরফের ঘটে তখন মোবাইলে চার্জ হতে অনেক সময় নেয়।মোবাইলের সাথে দেওয়া চার্জার এর নির্দিষ্ট পরিমাণ এম্পিয়ার ক্ষমতা থাকে।যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। কিন্তু দেখা যায় অন্য চার্জারের এম্পিয়ার কম থাকলে চার্জ হতে অনেক সময় নেয়।তাই আমাদের মোবাইল ফোনের সাথে দেওয়া নির্দিষ্ট চার্জার দিয়ে সবসময় মোবাইল ফোন চার্জ করা উচিত।আবার অতিরিক্ত এম্পিয়ার ক্ষমতা সম্পন্ন চার্জার দিয়ে চার্জ দিলে মোবাইলের এবং ব্যাটারির ক্ষতি হয়ে থাকে।অনেক সময় চার্জার পুরোপুরি নষ্ট না হয়ে চার্জারে যে এম্পিয়ার লেখা থেকে তার থেকে অনেক কম এম্পিয়ার সাপ্লাই দেয়।এটিও চার্জ দেরিতে হওয়ার একটি অন্যতম কারণ।এক্ষেত্রে চার্জারটি দিয়ে অন্য মোবাইল চার্জে দিয়ে দেখা যেতে পারে।তাহলেই বোঝা যাবে চার্জারটির সমস্যা হয়েছে কিনা।
মোবাইল চার্জারের ক্যাবল এর কারণে অনেক সময় চার্জ হতে দেরি লাগে।কারণ কেবল পুরনো হয়ে গেলে বা এর কাজ ক্ষমতা হ্রাস পেলে।এছাড়া চার্জিং প্লাগ অনেক সময় লুজ হয়ে যায় যার কারণে চার্জ হতে অনেক দেরি লাগে এবং ঠিকভাবে চার্জ হয় না।এছাড়া ভিতরের ময়লা জমতে পারে তাই মোবাইলে চার্জ হতে দেরি লাগলে অবশ্যই চার্জিং ক্যাবল পরীক্ষা করে নেওয়া উচিত।
মোবাইলের চার্জিং পোর্ট এর সমস্যার কারণেও চার্জ হতে দেরি লাগে।চার্জিং পোর্ট যখন লুজ হয়ে যায় তখন চার্জ হতে দেরি লাগে এবং ঠিকভাবে চার্জ নেয় না।আবার অনেক সময় দেখা যায় চার্জ হচ্ছে কিন্তু চার্জ থেকে উঠালেই আবার চার্জ কমে যায়।সে ক্ষেত্রে নিকটস্থ সার্ভিসিং সেন্টারে নিয়ে মোবাইল সার্ভিসিং করানো প্রয়োজন পড়ে।
ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পাওয়ার কারণে অনেক সময় চার্জ হতে দেরি লাগে।যখন ব্যাটারি অনেক পুরনো হয়ে যায় তখন মোবাইলের ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়।এবং দ্রুত চার্জ নিতে মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে পারে না আবার অনেক সময় চার্জ ধরে রাখতে পারে না।
চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করলেও চার্জ হতে অনেক সময় লাগে।এছাড়াও চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করলে ফোনের অনেক ক্ষতি হয়।তাই কখনোই কারো দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করা উচিত নয়।
উপরোক্ত এই সকল কারনেই আমাদের ফোন চার্জ হতে অনেক দেরি লেগে থাকে।এবং এই সকল বিষয় যাচাই করে নিলে আমরা সমস্যাটির সমাধান করতে পারব।